অনলাইন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে ২৫০ গবেষণা উপস্থাপন
আজ শনিবার শেষ হল অনলাইন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের দ্বিতীয় দিন। এই দুইদিনে সারা দেশে থেকে অনলাইনে সংযুক্ত হয়েছেন প্রায় ৫০০ শিক্ষার্থী। তিন দিনব্যাপী এই আয়োজনে একক ও দলীয় পর্যায়ে বিজ্ঞান কংগ্রেসে উপস্থাপন করেছে ২৫০টির মতো গবেষণা পত্র।
আগামীকাল রোববার (১৯ জুলাই বিকাল ৪টায়) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে ৭ম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের। এর আগে গতকাল ১৭ জুলাই অনলাইনে বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করা হয়।
আজ রাত ৮টায় বিজ্ঞান কংগ্রেসের মূল প্রবন্ধ লাইভ উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর পোস্ট ডক্টরাল গবেষক ড. সাজেদুর রহমান শাওন। “স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে তথ্য ভিত্তিক গবেষণার ভবিষ্যত সম্ভাবনা” আলোচনা করবেন তিনি।
আগামীকাল সকালে সাড়ে ১০টায় ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হবে বিজ্ঞান কংগ্রেসের “যৌথ কংগ্রেস”। এখানে শিক্ষার্থীরা বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন গবেষণা ও বর্তমান অবস্থা নিয়ে মত বিনিময় করবে। যৌথ কংগ্রেসের আলোচনার ভিত্তিতে বাংলাদেশের বিজ্ঞান গবেষোণা বিষয়ে একটি প্রস্তাবনা তৈরী করা হবে। যৌথ কংগ্রেসে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। আরো উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রানবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ ও একই বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের অণুজীব বিজ্ঞানী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্য পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডের সদস্য ড. সেঁজুতি সাহা। এছাড়াও উপস্থিত থাকবেন দেশ-বিদেশের স্বনামধন্য বিজ্ঞানী ও গবেষক। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে একটি বিশেষ আলোচনায় যুক্ত হবেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম জাহিদ হাসান।
আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী অনলাইন বিজ্ঞান কংগ্রেসের পর্দা নামবে। বিকাল ৪টায় অনলাইন জুম প্লাটফর্মে পুরষ্কার ঘোষণা ও সমাপনী অনুষ্ঠানে যুক্ত হবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সেই অনুষ্ঠানে কংগ্রেসের সেরা গবেষণা কাজগুলোকে বিজয়ী ঘোষণা করা হবে। পরবর্তিতে কংগ্রেসের বিজয়ী শিক্ষার্থীদের থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে জগদীশচন্দ্র বসু ক্যাম্প।
দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করে তোলা, শিক্ষার্থীদের বিজ্ঞানীদের মতো করে চিন্তা শেখানো লক্ষ্য নিয়ে এবছর ৭ম বারের মতো আয়োজন করা হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০। এটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এবছরের অনলাইন বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানগুলো সরাসরি দেখা যাবে বিজ্ঞান কংগ্রেসের ফেইসবুক পেইজ fb.com/cscongressbd-এই লিংকে।
গত ফেব্রুয়ারী ও মার্চ মাসজুড়ে কংগ্রেসের প্রস্তুতির লক্ষ্যে সারাদেশে আয়োজিত হয়েছে প্রস্তুতিমূলক কর্মশালা ও কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প। প্রস্তুতিমূলক কর্মশালায় বিজ্ঞান কংগ্রেসে অংশ নেয়ার নিয়মাবলী শেখানো হয়েছে। সেই সাথে তিন দিনের কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প ও মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালায় বৈজ্ঞানিক কার্যপদ্ধতিসহ প্রজেক্ট, পোস্টার ও পেপারের বিস্তারিত শেখানো হয়েছে।